স্বেচ্ছাসেবী সংগঠন "উইলপাওয়ার" থাকছে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা অসহায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরশনে।
জেলাপ্রতিনিধিঃ
26 OCTOBER 2019
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার। প্রতিবার ভর্তি পরীক্ষায় অংশ নেন প্রায় পৌনে এক লাখ শিক্ষার্থী। তাঁদের সঙ্গে থাকেন প্রায় অর্ধেকসংখ্যক অভিভাবক। সব মিলিয়ে দেড় লাখ লোকের বাড়তি চাপ পড়ে সিলেট নগরে।
থাকা–খাওয়া ও চলাচলে বাড়তি লোকের চাপে সিলেটে আগে ও পরের দুই দিন অন্য রকম এক পরিস্থিতি দেখা দেয়।
তখন নগরে বিশেষ করে আবাসন ব্যাবস্থা সংকট পড়ে যায়।এই পরিস্থিতিতে এবার শিক্ষার্থীদের আবাসন ব্যাবস্থা করে দিতে সবার মত #উইলপাওয়ার পরিবারও উদ্যোগ নিয়েছে।
যদিও #উইলপাওয়ার পরিবার এর ব্যাক্তিগত বড় কোন আবাশন ব্যাবস্থা নেই তবে আমাদের ব্লাড ডোনার,পাড়া প্রতিবেশি সহ আত্বীয় স্বজনদের বাসায় বাসায় ভালো পরিবেশে অন্তত থাকার ব্যাবস্থা করে দিবো।
এজন্য বিশেষ করে গরিব মেধাবী শিক্ষার্থী যারা এখনো থাকার জন্য আবাসন ব্যাবস্থা নিয়ে সংকটে আছেন কষ্টকরে আজই আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
মোবাইলঃ
01714-527994 আহমেদ সুফিয়ান
01741-586688 আবুল কাশেম চয়ন
01303-792552 সালাউদ্দীন বিজয়
01719–951174 জুনেদ আহমেদ