" বিশিষ্ট ব্যবসায়ী তৌসিফ হাসনাত চৌধুরী সিলেট সফরে"
জেলা প্রতিনিধিঃ আবুল কাসেম চয়ন
02 NOVEMBER 2019
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবুল হাসনাত চৌধুরী এর ছেলে- দুবাই, জাপান, চীন, সিংগাপুর, কানাডা সহ বিশ্বের বহু দেশের সফলতম বিশিষ্ট ব্যবসায়ী জনাব তৌসিফ হাসনাত চৌধুরী আজ সংক্ষিপ্ত সফরে সিলেট ভ্রমন করছেন।
জানা যায়, তিনি এই সংক্ষিপ্ত সফরে ব্যবসায়ীক, সামাজিক বিভিন্ন সভা সেমিনারে অংশ নেয়া সহ ভ্রমন করবেন সিলেটের ও অপরূপ স্থান গুলি।
জনাব তৌসিফ হাসনাত চৌধুরীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিজনেস পার্টনার মি. শাহ নেওয়াজ সানু এবং উনার একান্ত সচিব মি. এক্সিন লিং বাআআবুল ও চীনের একদল ব্যবসায়ী প্রতিনিধি।