জেলাপ্রতিনিধিঃ
10 NOVEMBER 2019
জকিগঞ্জ উপজেলার আনজুমানে তালামীযে ইসলামিয়া বারহাল ইউ/পি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়।
১০ই নভেম্বর রবিবার সকাল এগারোটার সময় বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসা থেকে মোবারক র্যালি বের করে শাহগলী বাসস্ট্যান্ড পদক্ষিন করে গ্রামীণ ব্যাংক এর সম্মুখ দিয়ে বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে শেষ করা হয়।
র্যালী পরবর্তি ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে, বারহাল ইউ/পি তালামিযের সাধারণ সম্পাদক জুবের আহমদের পরিচালনায় ও সহ সধারন সম্পাদক কামরান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বারহাল ইউ/পি তালামিযের সভাপতি তারেক আহমদ চৌধুরী।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা আব্দুল কাদির জিহাদি ও পীরনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ।
মোবারক র্যালীতে অংশগ্রহন করেন,জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান,বিশিষ্ট সমাজসেবী আব্দুল জলিল,মোস্তফা আহমদ,ফারুক আহমদ চৌধুরী,বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুন নুর, মাওলানা হারুনুর রশীদ ও মাওলানা আছলাম আহমদ,খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ময়নুল হক,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,যুব সংগঠক সাবেল আহমদ,লখাই আহমদ,ডাঃ আব্দুন নুর,আকবর আহমদ,বারহাল দারুল ক্বিরাত ও তাফসিরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক শিবলু আহমদ,আসাদ আহমদ, মুর্শেদুল হক সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাওলানা ফারুক আহমদের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Author: মানবসেবা
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments