এরাই সেকালের সালাম,বরকত,জব্বার ও রফিক। একটি দেশের ভবিষ্যত হলো ছাত্র-ছাত্রীরা আর তারাই যদি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে দেশের ভবিষ্যত..................................???????? ।😓😓😓
কথা হচ্ছে লাগে লাগে বুকে লাগে পর মানুষ আঘাত করলে মানুষ সহ্য করতে পারে।
কিন্তু নিজের লোক আঘাত করলে সহ্য হয়না।
একজন ছাত্র হিসেবে বুঝতে পারি আরেকজন ছাত্রের কষ্ট ।ভাইদের উপর ঐসব অত্যাচারের তীব্র নিন্দা জানাই।
আশা করি শিঘ্রই কোটা ব্যবস্থার একটা পরিবর্তন আসবে।