শেষ অধিবেশনে পাশ হতে পারে ২১ বিল

দশম সংসদের ২২তম অধিবেশন বসছে আজ। জাতীয় নির্বাচন সামনে রেখে অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন হলে এটাই হতে পারে সংসদের শেষ অধিবেশন। এ অধিবেশনে ২১টি বিল পাস হতে পারে। অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে।

স্পিকার ডক্টর শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে ২২তম অধিবেশনের মেয়াদ নির্ধারণ হবে। একাদশ সংসদ নির্বাচন ও সম্ভাব্য নির্বাচনকালীন সরকার গঠনের সময়সীমা বিবেচনায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অধিবেশন চলতে পারে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এই অধিবেশনে সমাপনী বক্তব্যে নির্বাচনকালীন সরকার নিয়ে একটা নির্দেশনা দিতে পারেন। চলতি অধিবেশনে সড়ক পরিবহন ও ডিজিটাল পরিবহন নিরাপত্তা আইন এবং ইভিএম মেশিনে ভোটগ্রহণের বিধান যুক্ত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী পাস হতে পারে।

SHARE THIS

Author:

Previous Post
Next Post