রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস উদযাপন সম্পন্ন

জেলা প্রতিনিধি
 30 SEPTEMBER 2018

রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস উদযাপন উপলক্ষে নিয়মিত সভা অনুষ্টিত হয়।

গতকাল ২৯শে সেপ্টেম্বর রোজ শনিবার সন্ধ্যা ০৭.৩০ মিনিটে লাংথুরাই চায়নিজ রেস্টুরেন্টে।
ক্লাব সভাপতি রোটাঃ মোঃ মুহিতুর রহমান রনি'র সভাপতিত্বে ও পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটাঃ খালেদ আহমেদ।

সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।রোটারী প্রত্যয় পাঠ করেন রোটাঃ আইপিপি ইঞ্জি.অাংশুমান ভট্রাচার্য্য রাখু পিএইচএফ।সচিব প্রতিবেদন পাঠ করেন ক্লাব সচিব রোটাঃ মোহাম্মদ আবুল হোসেন। সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ঃ- এসিস্টেন্ট গভর্ণর রোটাঃ সিপি রাজীব দাস রুপম, এছাড়াও বক্তব্য রাখেনঃ- রোটাঃ পিপি মোঃ সালেক উদ্দিন,রোটাঃ পিপি মিয়া মোঃ শাহজাহান,রোটাঃ আইপিপি ইঞ্জি. আংশুমান ভট্রাচার্য্য রাখু পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ জাহাঙ্গির আসাদ, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ সৈয়দ কামরুজ্জামান,যুগ্ম সচিব রোটাঃ মোঃ ফখর উদ্দিন, ট্রেজারার রোটাঃ লিপু সিংহ, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটাঃ খালেদ আহমেদ, সার্জেন্ট এট আর্মস রোটাঃ ইঞ্জি. দেবব্রত দাশ তালুকদার, নোমান আহমেদ রোটাঃ মনসুর আহমদ সিকদার রোটাঃ আবু সুফিয়ান রোটাঃ মাহবুব আহমদ রোটাঃ মাহফুজ আহমদ প্রমূখ।

অথিতি ধ্রুব পুরকায়স্থ ও সামসুল ইসলাম কে পিন পরিয়ে সদস্য পদ প্রদান করেন রোটাঃ সিপি রাজীব দাস রুপম ও রোটাঃ পিপি মোঃ সালেক উদ্দিন।ক্লাবের স্থায়ী প্রজেক্ট বয়স্ক স্কুলে বই, খাতা পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেন রোটাঃ পিপি মিয়া মোঃ শাহজাহান ও রোটাঃ আইপিপি ইঞ্জি.আংশুমান ভট্টাচার্য্য রাখু পিএইচএফ।এইচ.এস.সি পরীক্ষার্থী নাদিয়াকে বই ও আর্থিক সাহায্যে প্রদান করেন রোটাঃ সিপি রাজীব দাস রুপম।মাদ্রাসা ছাত্রদের মাঝে ৫০ টি কোরআন শরীফ প্রদান করেন রোটাঃ সৈয়দ কামরুজ্জামান ও রোটাঃ জাহাঙ্গীর আসাদ।


ক্লাব সভাপতি উপস্থিত সকল রোটারিয়ানদের নিয়ে রোটাঃ সৈয়দ কামরুজ্জামানের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।
সার্জেন্ট রিপোর্ট পেশ করেন রোটাঃ ইঞ্জি. দেবব্রত দাশ তালুকদার। সচিব পরবর্তী সভার ঘোষণা প্রদান করেন। সভাপতি ক্লাবের সকল সদস্যদের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও মঙ্গলময় জীবন কামনা করে সভার মুলতবী ঘোষণা করেন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post