নাজরান থেকে হুসনা আক্তার কে উদ্ধার করেছে সৌদি পুলিশ
জেলা প্রতিনিধিঃ
26 NOVEMBER 2019
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মধ্যরাতেও এই ব্যাপারটি নিজে তদারকি করছেন।দ্রুত উদ্ধারে তিনি সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানান।
অনতিবিলম্বে তাকে দেশে প্রেরণের নির্দেশ দেন।একটু আগে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলরের সূত্রে জানা যায় উক্ত মহিলাকে নাজরান পুলিশ উদ্ধার করে নিজেদের জিম্মায় নিয়েছে।তিনি জেদ্দা থেকে ১০০০ কিমি দূরে সুস্থ শরীরে পুলিশ হেফাজতে আছেন।
সুমি আক্তারের পর এবার সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচতে আকুতি জানিয়ে হুসনা আক্তার ( ২৫) নামে আরেক গৃহকর্মী ভিডিওবার্তা পাঠান ।
মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর নজরে আসার সাথে সাথে তিনি তাকে উদ্ধার করে দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ।