ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।

জেলা প্রতিনিধিঃ
13 JAN 2020

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।
১১ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৫.০০ ঘটিকায় সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি আবু সালেহ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র পালের পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম ও গীতা পাঠ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক তপন চন্দ্র পাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান, প্রধান অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. ইসলাম উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ.এস. শামীম আহমদ, সহ- সভাপতি শেখ নুরুল ইসলাম খালেদ, সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি এস.আর চৌধুরী সেলিম, সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসেন সাজুল, সহ-সভাপতি মোবাশ্বেরা বেগম (পারু),সহ-সভাপদি ডা: আওলাদ হোসেন, উপজেলার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, দক্ষিণ সুরমার সভাপতি মো. পংকি মিয়া, শাহপরান শাখার সভাপতি শাহিদা তালুকদার, বিমানবন্দর থানার সভাপতি সৈয়দ বাহারুল ইসলমা রিপন। এতে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা, মহানগর ও উপজেলা শাখার দায়িত্বশীলরা।

SHARE THIS
Previous Post
Next Post